শুধু চীনই ইতিবাচক প্রবৃদ্ধিতে থাকবে: আইএমএফ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৬০২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনা মহামারি থেকে চলতি বছর শুধু একটি দেশই ঘুরে দাঁড়াবে আর ইতিবাচক প্রবৃদ্ধির মুখ দেখবে; সেই দেশ চীন। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। সংস্থাটি বলছে, যেসময় পুরো বিশ্ব আর্থিক সংকটের মধ্যে আছে, সেসময় শুধু চীনই সংকট কাটিয়ে এরইমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

আইএমএফ বলছে, ১৯৩০ সালের পর এই মহামন্দার মধ্যে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণের মধ্যেই চীনের আমদানি রফতানির রেকর্ড হয়েছে। সংস্থাটি বলছে, শুধু চীনই মন্দার মুখে পড়বে না, আর প্রবৃদ্ধি হবে প্রায় ২ শতাংশ। যেখানে বিশ্বের উন্নত থেকে শুরু করে উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক অবস্থায় থাকবে। মূলত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আর ইলেক্ট্রনিক্স পণ্য রফতানি করেই স্বচ্ছল অবস্থায় ফিরেছে চীনা অর্থনীতি।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর