আরব-ইসরাইল সম্পর্কের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাহরাইন

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করার পর বাহারাইনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ হয়েছে।

নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও বিক্ষোভকারীরা রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন। বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।

বিক্ষোভকারীদের হাতে ছিল আমেরিকা ও ইসরাইলের ধ্বংস কামনা করে লেখা নানা ধরনের স্লোগান সম্বলিত ব্যানার এবং ফেস্টুন। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে তারা বিভিন্ন রকম স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বাহরাইনের টানা এই বিক্ষোভ থেকে একথা পরিষ্কার হচ্ছে যে, ছোট এই আরব রাষ্ট্রের রাজতান্ত্রিক সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করলেও জনমত ভিন্ন দিকে রয়েছে।

বিক্ষোভকারীরা সে কথা পরিষ্কার করে বলেছেনও। তারা জানিয়েছেন, বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর