ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪৮৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ঘরে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের আরও তিন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের চান্দেরবাড়ি এলাকায় ঘরের দরজা ভেঙে হতাহতদের উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- আমতলা বাজারের মুদি ব্যবসায়ী ফোরকান হাওলাদার (৫০) ও তার স্ত্রী মাহিনুর বেগম (৪০)। অসুস্থ তিনজন হলেন- ফোরকানের ছেলে মাইনুল ইসলাম (১৪), ছোট ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম ও মেয়ে মায়ামনি।

স্থানীয় সূত্র জানায়, জেনারেটর চালিয়ে বাড়ির একটি কক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ছেড়ে ফোরকান ও তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় এসির বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে ওই কক্ষে। সেখানে ঘুমিয়ে থাকা পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বড় ভাই সেলিম হাওলাদার গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে স্থানীয়দের সাহায্যে তাদের উদ্ধার করেন। এদের মধ্যে ফোরকান ও তার স্ত্রী মাহিনুর বেগমকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি তিনজন অজ্ঞান অবস্থায় ছিলেন। তাদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, জেনারেটর দিয়ে এসি চালানোর কারণে রাতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। কক্ষটিতে পাঁচজন ঘুমিয়ে ছিলেন। এদের মধ্যে দুজন মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধারের ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর