অবশেষে বয়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় পাড়ি দিলেন রবার্ট লেভান্ডভস্কি। ৪ বছরের চুক্তিতে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তিনি ক্যাম্প ন্যু’তে যোগ দিলেন। খবরটি নিশ্চিত করেছে বিবিসি।
জার্মান চ্যাম্পিয়ন বায়ার্নের সঙ্গে ৩৩ বছর বয়সী লেভার আরও এক বছরের চুক্তি ছিল। তবে গত মে মাসেই এই পোলিশ তারকা বলেছিলেন, বায়ার্নের সঙ্গে আমার সম্পর্ক শেষ।
লেভান্ডভস্কি তার সতীর্থদের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ দেবেন। সেখানে কাতালান জায়ান্টরা প্রাক-মৌসুমের ৪টি ম্যাচ খেলবে।