২১ শতকের জনপ্রিয় রেসলারদের মধ্যে অন্যতম জন সিনা। তার রয়েছে অসংখ্য ভক্ত। যুক্তরাষ্ট্রের এই তারকা এবার তার বর্তমান স্ত্রী শেয় শারিয়তজাদের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন।
ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে হোটেল জর্জিয়াতে বসছে জন সিনার বিয়ের আসর। এর আগে এই দম্পতি ২০২০ সালের ১২ অক্টোবর প্রথমবার বিয়ে করেছিলেন। সেবার ফ্লোরিডায় ঘরোয়া চার হাত এক করেন তারা। তবে করোনার লকডাউনের কারণে সেই অনুষ্ঠানে শুধু ঘনিষ্ঠরাই উপস্থিত ছিলেন।
এবার সেই অনুষ্ঠান ঘটা করে আয়োজন করছেন তারা। বিয়ের জন্য বিয়ের আসরে গিয়ে প্রস্তুতিও সেরে এসেছেন দম্পতি। একটি ছবিতে দেখা গেছে শারিয়তজাদে সাদা ওয়েডিং গাউন ও সিনা নেভি ব্লু স্যুটে বিয়ের হলে প্রবেশ করছেন।
জন সিনার দ্বিতীয় স্ত্রী শেয় শারিতজাদে। তার প্রথম স্ত্রী ছিলেন শৈশবের প্রেমিকা এলিজাবেথ হুবার্ডু। ২০০৯ সালের জুলাই মাসে বিয়ে করেন তারা। ২০১২ সালের মে মাসে জন সিনা বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। জুলাই মাসে দুজনে আলাদা হয়ে যান।