ইরফান ও সারিকার ‘মন ব্যাপারী’

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৩৮৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

বর্তমান সময়ে ইউটিউবের নাটক মানেই কমেডি কিংবা থ্রিলার গল্প। তবে এর বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে অনেক নির্মাতাই নাটক নির্মাণ করে থাকেন। তেমনি এক পারিবারিক গল্পে নির্মিত হলো নাটক ‘মন ব্যাপারী’। জামাল হোসেনের গল্পে এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, আনন্দ খালেদ, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে রঙ্গন এন্টারমেন্টের ইউটিউব চ্যানেলে।

গল্পকার জামাল হোসেন বলেন, ‘আমি একটি পরিবারের সুন্দর একটি গল্প তুলে ধরার চেষ্টা করেছি। নির্মাতা দারুণভাবে সেই গল্পটি পর্দায় ফুটিয়ে তুলেছেন। যারা গল্প নির্ভর নাটক পছন্দ করেন, এটি তাদের ভালো লাগবে। এই নাটকে বিনোদনের সব উপাদানও আছে।’

সারিকা সাবাহ বলেন, ‘পারিবারিক গল্পের নাটক আমাকে ভীষণ টানে। নাটকটিতে কাজ করতে বেশ ভালো লেগেছে। এ নাটকে দর্শক সুন্দর একটি গল্প দেখতে পাবে। নাটকে দর্শকদের অযথা হাসানোর মতো কোনো কিছু নেই। আমি মনে করি এমন সুন্দর গল্পের নাটক আমাদের আরও বেশি হওয়া উচিত।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর