সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন লেনদেন শুরুর পর ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৮ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩০৮ ও ২১৯৯ পয়েন্টে রয়েছে।
দিনের এ সময় পর্যন্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৭৮টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ কোম্পানির শেয়ারের।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর সিএএসপিআই সূচক অবস্থান করে ১৭ হাজার ৫৪৬ পয়েন্টে।