সাঈদ খোকনের স্ত্রী-বোনের অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৭১২ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের ৮ টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত।

সাঈদ খোকনের স্ত্রী ফারহানা আলমের দুটি, বোন শাহানা হানিফের দুটি ও মায়ের ১ টি ব্যাংক হিসাব ছাড়াও তার তিনটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এ আদেশ দেন। সোমবার দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুসন্ধানপর্যায়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। অনুসন্ধান চলাকালে এসব অ্যাকাউন্টের অর্থ বেহাত হতে পারে-এমন আশঙ্কায় তদন্ত কর্মকর্তা অ্যাকাউন্টগুলো ফ্রিজের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর