রহস্যজনক ফোনে আতঙ্কে মার্কিন ভোটাররা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৯১৬ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে ইতিমধ্যে ইলেকটরাল কলেজ ভোটে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা এগিয়ে আছেন জো বাইডেন। টানটান উত্তেজনার মধ্যেই ভোটারদের ফোনে ভেসে আসছে এক ভুতূড়ে কণ্ঠ।

নারীর কণ্ঠে তাদের বলা হচ্ছে, ‘নিরাপদে থাকুন এবং বাড়িতে থাকুন’।

ভোটের দিন (৩ নভেম্বর) মঙ্গলবারও যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অনেক ভোটার এমন কণ্ঠ শুনেছেন বলে জানিয়েছে সাধারণ মানুষ। গত কয়েক সপ্তাহে ভোটারদের কাছে এভাবে কমপক্ষে ১ কোটি ফোনকল গেছে বলে জানা গেছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফোল কলটি রেকর্ড করা ছিল বলে ধারণা করা হচ্ছে।

সাধারণ মানুষ বলছেন, এমন বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আমেরিকান ভোটারদের ভোটদানে নিরুৎসাহিত করা হচ্ছে।

গ্রীষ্মের শুরু থেকেই এ ধরনের ফোন ভোটারেরা পেতে শুরু করছে বলে জানান অনেক মার্কিনি। এমনকি ভোটের দিনেও তা শোনা গেল।

সংশ্লিষ্টরা বলছেন, এই ফোনকল কে বা কারা করছে সে সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় ও পুলিশ বিভাগ জানিয়েছে, এ ধরনের কোনো ফোনকল আসার বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তাই এ বিষয়ে কোনো তদন্তও শুরু হয়নি।

এমন রহস্যজনক অজানা ফোনে আতঙ্ক রয়েছেন অনেকে ভোটার।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর