মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগের ওপর জোর দিতে বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
সোমবার (০২ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘চিকিৎসা ও বিজ্ঞানের চেয়ে অনেক বেশি কিছু হলো জনস্বাস্থ্য এবং এটি ব্যক্তির চেয়ে আরও বড়। আমরা যদি স্বাস্থ্য ব্যবস্থায় বিনিয়োগ করি, তবে অনেক কিছু আশা করতে পারি। আমরা এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারি এবং আমাদের সময়ের অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে এগিয়ে যেতে পারি।’
টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা ও বৈশ্বিক প্রস্তুতি শুধু ভবিষ্যতের বিনিয়োগের জন্য নয়, আজকের দিনে করোনা পরিস্থিতি তৈরি স্বাস্থ্য সংকটে আমাদের সাড়াদানের ভিত্তি।
ভিডিও কনফারেন্সে ডব্লিউএইচও প্রধান বলেন, সপ্তাহের ছুটির দিনগুলোতে ইউরোপ ও উত্তর আমেরিকার কয়েকটি দেশে করোনা আক্রান্তের ঘটনা বেড়েছে।
তিনি আরও বলেন, খুব বেশি দেরি হয়নি, সুযোগগুলোকে কাজে লাগান। বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন। জনগণকে নিয়ে একই উদ্দেশে কাজ করতে হবে সবার।