ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি যুদ্ধবিমানের হামলা অব্যাহত রয়েছে। গত আট দিন ধরে গাজায় আকাশ থেকে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি বাহিনী।ডেস্ক

মঙ্গলবার মধ্যরাতে ইহুদিবাদী সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে ইসরাইলি ভূখণ্ডে বেলুনে করে আগুনের গোলা পাঠানোর জবাবে হামলা চালানো হচ্ছে। খবর আলজাজিরার।

এতে বলা হয়, যুদ্ধবিমান ও অন্যান্য বিমানের মাধ্যমে গাজা উপত্যকায় হামাসের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। হামলায় হামাসের বিশেষ একটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি ইহুদিবাদী সেনাদের।

হামাসের নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন হামাসের কাসেম ব্রিগেডের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। এসব হামলায় হামাসের সামরিক শাখাটির নিরাপত্তা অবস্থানের মারাত্মক ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়েছে। তবে কারোর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সম্প্রতি আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি হওয়ার পর থেকে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের তাণ্ডব বেড়েছে। এই চুক্তির বিরুদ্ধে ফিলিস্তিনিদের মনে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে।

গাজায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত-২ এ মামলাটি করেন বিশ্ব সনাতন ঐক্যের সমন্বয়ক বিপ্লব পার্থ। বিচারক আবু সালেম মো. নোমান মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী দাবি করেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্প্রতি এক সমাবেশে সনাতন ধর্ম, ধর্মগ্রন্থ ও হিন্দু ধর্মের প্রবর্তক রামকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তিনি রামায়ণ ও মহাভারত নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ করেন। এসব মন্তব্য দেশের কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীকে আঘাত দিয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

মামলার আইনজীবী মিঠুন বিশ্বাস জানান, বিচারক মামলার অভিযোগ তদন্ত করতে সিএমপির গোয়েন্দা বিভাগের উপকমিশনারকে নির্দেশ দেন।

এ বিষয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘আমি কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলিনি। কোনো ধর্মের বিরুদ্ধে আমার বিদ্বেষ নেই। কে বা কারা মামলা করেছে আমি জানি না। তবে এই অভিযোগের জাস্টিফিকেশন আছে বলে আমি মনে করি না। যে কেউ আমার সঙ্গে কথা বলতে চাইলে বলতে পারেন।’

ডা. জাফরউল্লাহ ধর্ম অবমাননার মামলার অভিযোগে যা বলছেন.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র,ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও স্বাধীনতার ঘোষক হতে পারে না।

ওবায়দুল কাদের বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।

‘জিয়াউর রহমানকে ছোট করা হচ্ছে’-বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বেঈমান মোশতাক সরকারের প্রধান সেনাপতি কে হয়েছিলেন? খুনিদের বিভিন্ন দূতাবাসে কে চাকরি দিয়েছিল?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাস বিকৃত করে পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুকে নির্বাসনে দিয়ে নতুন প্রজন্মকে ভুল ইতিহাস শিখতে বাধ্য করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে,অপরাধীদের একসময়ে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতেই হয়,ইতিহাস কাউকে ক্ষমা করে না।

পরে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনা সভা ও করোনাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতৃত্বে রিলিফ কমিটি গঠন করেছিলেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকটের পাশাপাশি ঘনিভূত এই দুর্যোগের দিনেও বরাবরের মতো ত্রাণ কমিটি গঠনের মাধ্যমে দেশব্যাপী ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

আব্দুল কাদের, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনও ঘোষক হতে পারে না

আন্তর্জাতিক বাজারে পেট্রলিয়ামের দাম কমলেও দেশে দাম কমানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে দেড় লাখ টন পেট্রোলিয়াম পণ্য আমদানির প্রস্তাব অনুমোদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, এ বিষয়ে জ্বালানি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।

দাম কমানো উচিত কি না অর্থমন্ত্রী হিসেবে তিনি কী মনে করেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কোনো মতামত নেই।’

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন শুরু হয়। এর ফলে বছরের শুরু থেকেই জ্বালানি তেলের দাম কমছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে কমছে না

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ এর উপ-মহাব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ আগস্ট তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
আবুল কালাম আজাদ সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পিপুল বাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে সরাসরি অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

কর্মজীবনে আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের তৎকালীন প্রশাসন ও ব্যয় বিভাগ, পার্সোনেল ডিপার্টমেন্ট, কৃষি ঋণ পরিদর্শন বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ ১ ও ২ এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসে দায়িত্ব পালন করেছেন।

আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক