করোনায় ১ হাজার ৯৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৫৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার নাগাদ ১ হাজার ৯৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশি কূটনীতিক মিশন এবং প্রবাসী বাংলাদেশিরা এ তথ্য জানিয়েছেন।

মৃতদের মধ্যে সৌদি আরবে ৩৫৫ জন, যুক্তরাজ্যে প্রায় ৩০৫, যুক্তরাষ্ট্রে ২৭২, সংযুক্ত আরব আমিরাতে ৫০, কুয়েতে ৪০ এবং ইতালিতে ১৪ জন রয়েছেন।

এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ হাজার, সৌদি আরবে ১৪ হাজার, কাতারে প্রায় ৪ হাজার এবং সংযুক্ত আরব আমিরাতে ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেও উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

এদিকে দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৫৩৫ জন। মারা গেছেন ১ হাজার ৩৮৮ জন।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর