বন্যার্তদের পাশে দাঁড়ালেন চবি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা

বন্যার্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক ও অফিসার্স সমিতির সদস্যরা। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা প্রত্যেকে ৩০০ টাকা করে বন্যার্তদের সাহায্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত শুক্রবার (২৩ আগস্ট) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় সবার সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া রোববার (২৫ আগস্ট) অফিসার্স ও কর্মচারী সমিতির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের থেকে প্রায় ২৫ লাখ টাকার পরিমাণ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, আমাদের দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। বন্যায় দেশের ১০টি উপজেলার প্রায় ৫০ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। তাই সবার সম্মতিতে আমাদের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের উপার্জিত এক দিনের সমপরিমাণ অর্থ বন্যার্ত মানুষের জন্য দেবো। চলতি মাসের বেতন থেকে এটা প্রদান করা হবে।

একই কথা জানিয়েছেন অফিসার্স সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ। এ ছাড়া কর্মচারী সমিতির সভাপতি সুমন মামুন বলেন, আমরা বন্যার্তদের পাশে দাঁড়াতে চায়। প্রত্যেক কর্মচারী ৩০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কেউ চাইলে অতিরিক্ত দিতে পারবে। এ ছাড়া আমরা সমিতি থেকে কিছু অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।