ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত
ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল, পল্লী বিদ্যুতের ডিজিএম বরখাস্ত

ঘুসগ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঈশ্বরদীর দাশুড়িয়াস্থ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরে তাকে ময়মনসিংহ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার আকমল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর আমিনুল ইসলাম রানা নামে এক ঋণখেলাপি গ্রাহক নতুন করে বিদ্যুৎ সংযোগ নিতে তাকে টাকা দিচ্ছেন, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসেবুকে ভাইরাল হয়।

জেনারেল ম্যানেজার আকমল হোসেন জানান, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে ডিজিএম সাজ্জাদুর রহমানকে শোকজ ও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে ময়মনসিংহ তত্ত্বাবধায়ক কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর