কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৩৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
কেরানীগঞ্জে গ্যাসের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৩০ আগস্ট) ভোর ৫টার দিকে ওই স্থানের মান্দাইল মন্দিরের সামনের একটি বাসায় ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে শিশুও রয়েছে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম (৬০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৬), সোনিয়ার মেয়ে মরিয়ম আক্তার (৮), বেগমের নাতি সাহাদত হোসেন (২০), ইয়াছিন (১২) ও ইদুনী ওরফে পান্না বেগম (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, মান্দাইল এলাকা থেকে দগ্ধ অবস্থায় শিশুসহ ছয়জন ভর্তি হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা বলছেন, ভোরে বেগম রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সারা ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে তারা দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন স্থানীয়রা। তবে আগুন লাগার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বলেন, নারী-শিশুসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে বেগমের শরীরের ২৩ শতাংশ, ইদুনী ওরফে পান্না বেগমের ৩০ শতাংশ, সাহাদতের ৫২ শতাংশ,  সোনিয়ার ২৩ শতাংশ, ইয়াছিনের ২৮ শতাংশ, ও মরিয়মের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর