ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বখাটের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) সকালে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর আউরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার উত্তর আউরা গ্রামের মো. নাসির হাওলাদারের মেয়ে নাসরিন আক্তার (১৩)। তিনি কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন।
অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের শাহজালাল আকনের ছেলে সৈকত আকন।
নিহতের মা চম্পা বেগম বলেন, স্কুলে যাওয়ার সময় আমার মেয়েকে প্রায়ই বাজে কথা বলে বিভিন্নভাবে হয়রানি করত সৈকত। এ নিয়ে মেয়েটা সব সময় মানসিকভাবে বিরক্ত থাকত।
নিহত নাসরিনের মা চম্পা বেগম বলেন, বুধবার বিকেলে আমি আমার বাবার বাড়ি বড় কাঠালিয়া যাই। নাসরিন এ সময় বাড়িতে একা ছিল। পরে সন্ধ্যার দিকে বাড়িতে এসে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় নাসরিনকে ঝুলতে দেখি। এ সময় আমার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) নুরুল আলম মিলু জানান, নাসরিন আক্তার শান্তশিষ্ট ছিল। সৈকত নাসরিনকে বিয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। এ ঘটনার দিন মেয়েটির মা চম্পা বেগম তার বাবার বাড়ি ছিল। ঘর ফাঁকা পেয়ে সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কাঁঠালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।