‘রাজ-পরীর’ ঘরে এলো চার শাবক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২০৫ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন
‘রাজ-পরীর’ ঘরে এলো চার শাবক
‘রাজ-পরীর’ ঘরে এলো চার শাবক

‘রাজ-পরী’ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন চার অতিথি। ‘রাজ-পরীর’ নাম শুনে মনে হতে পারে হালের জনপ্রিয় ঢালিউড দম্পতি পরীমণি ও শরীফুল রাজের কথা। ঘটনাচক্রে পরীমণিও সন্তানসম্ভাবা। কিন্তু চলচ্চিত্র জগতের এ জুটির ঘরে এখনো নতুন অতিথি আসেনি। এসেছে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ-পরীর সংসারে।

রোববার (৩১ জুলাই) নতুন এ চার অতিথিদের খবর জানিয়েছেন চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ। ২০১৬ সালের ৯ ডিসেম্বর ১১ মাস বয়সী রাজ এবং ৯ মাস বয়সী পরীকে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।

গতকাল বিকেলে বাঘ দম্পতির ঘরে জন্ম হয় চারটি বাঘ শাবকের। চারটিই সুস্থ আছে। এবারসহ এ দম্পতির সংসারে শাবকের সংখ্যা ১০।

এর আগে শনিবার (৩০ জুলাই) বিকেলে চিড়িয়াখানাতেই বাঘিনী পরী জন্ম দেয় চারটি বাঘ শাবকের। সবগুলো শাবকের রঙ সাদা। এর আগে এই দম্পতির ঘরে দেশে প্রথমবারের মতো সাদা বাঘ ‘শুভ্রা’ জন্ম নেয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৬টিতে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর