ইউরোর শেষ ষোলোর মোকাবিলায় বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে বেলজিয়াম।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এডেন হ্যাজার্ডদের পরবর্তী প্রতিপক্ষ ইতালি।
এদিন আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার মিশনে মাঠে নেমেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইরানের আলি দাইকে ডিঙিয়ে যেতে সিআর সেভেনের দরকার ছিল মাত্র ১ গোলের।
কিন্তু তা তো হলোই না, উল্টো তার দল হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
ম্যাচে গোলশূন্য থাকায় আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অপেক্ষা বাড়ল রোনাল্ডোর।
এবারের ইউরো কাপে নিয়মিত গোলের দেখা পাচ্ছিলেন রোনাল্ডো। ৫ গোল করেছেন পর্তুগিজ তারকা। হাঙ্গেরির বিপক্ষে দুটি, জার্মানির বিপক্ষে একটি এবং ফ্রান্সের বিপক্ষে দুটি গোল করেন।
ফলে চলতি ইউরোতেই আন্তর্জাতিক গোলের সংখ্যায় ইরানের আলি দাইকে ছুঁয়ে ফেলেন রোনাল্ডো। দুজনের ঝুলিতে এখন জমা রয়েছে ১০৯ গোল। রোববার রাতের ম্যাচে আলি দাইকে ছাড়িয়ে যাবেন এ পর্তুগিজ সুপারস্টার, এমন আশায় ছিলেন ভক্তরা।
কিন্তু ম্যাচে একবারও জালের দেখা পাননি সিআর সেভেন।
২০০৪ সালের ইউরো কাপে গ্রিসের বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেছিলেন রোনাল্ডো।