এলপিএলে কোয়ারেন্টিন কমে ৭ দিনে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৬৬১ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজনে লঙ্কান সরকার সবুজ সংকেত দিয়েছেন। ক্রিকেটারদের ১৪ দিনের বদলে কোয়ারেন্টিন ৭ দিন করা হয়েছে। যদিও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এর আগে ১৪ দিনের কোয়ারেন্টিনের বাধ্যবাধকতাসহ, নানা নিয়ম বেঁধে দেয়ায় ড্রাফটে নাম দেয়নি কোনো ক্রিকেটার।

লঙ্কান প্রিমিয়ার লিগ কিংবা শ্রীলঙ্কার সঙ্গে তাদের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বিসিবির সঙ্গে কম জল ঘোলা হয়নি। প্রথমে বাংলাদেশকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েও, নানা অজুহাতে সফর পিছিয়ে দেয়। তবে সফর পেছানোর অন্যতম কারণ ছিল বাংলাদেশকে ১৪ দিনের বাধ্যবাধকতা বেধে দেয়া। শ্রীলঙ্কায় নাকি বিদেশ থেকে এলে ১৪ দিন থাকতেই হবে। তবে এবার নিজেদের দরকারেই তারা নিয়ম পাল্টালো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) লঙ্কান বোর্ড কর্মকর্তা এবং টুর্নামেন্ট ডিরেক্টররা শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। সেখানেই কোয়ারেন্টাইন ইস্যুর শিথিলতা এনে লঙ্কাতেই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত জানিয়ে দেন লঙ্কা প্রেসিডেন্ট গতবায়া রাজাপাকসে।

বিদেশি ক্রিকেটারদের জন্য ৭ দিনের কোয়ারেন্টিন দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তার জন্য খেলা হবে শুধু এক ভেন্যু-হাম্বানটোটায়। খেলোয়াড়দের কোয়ারেন্টিন শিথিল করলেও ব্রডকাস্ট স্টাফদের ঠিকই ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হচ্ছে। আর বিজ্ঞপ্তিতে লেখা আছে আরেক দফা পেছাবে এলপিএলের আসর। ৭ দিন কোয়ারেন্টিনের বিষয়টি আগে নিশ্চিত করলে খেলতে পারতেন তামিম-মুশফিকরা।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর