গোবিন্দগঞ্জে বেশি দামে আলু বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অপরাধে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেল ৩টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস ছালাম।

তিনি জানান, গাইবান্ধা জেলা প্রশাসকের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জের হিমাদ্রি কোল্ড স্টোরেজে অভিযানের সময় তালুকদার ট্রেডার্স ও চৌধুরী এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং গেবিন্দগঞ্জ-১ কোল্ড স্টোরেজে রফিকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা কোল্ড স্টোরেজ চত্বরে সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজির স্থলে ৩২ টাকা দরে আলু বিক্রি করছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক আব্দুস ছালামের পরিচালনায় অভিযানে অংশ নেন জেলা বাজার কর্মকর্তা শাহ মোয়াজ্জেম হোসেন এবং র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর