যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে সেনাদের নির্দেশ চীনা প্রেসিডেন্টের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৫৪৮ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, সেনাদের অবশ্যই সবচেয়ে বেশি অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সবচেয়ে নির্ভরযোগ্য হতে হবে। তাদের কায়মনোবাক্যে সব সময় যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে।

চীনের চাওঝৌ সিটিতে মেরিন কোর পরিদর্শনে সেনাদের এমনই নির্দেশ দিলেন তিনি।

এমন সময়ে সেনা ছাউনিতে গেলেন শি যখন ভারত ও আমেরিকার সঙ্গে তীব্র সংঘাত চলছে বেইজিংয়ের। কূটনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সংঘাত জারি রয়েছে। এই পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্টের যুদ্ধের প্রস্তুতি বার্তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহলের অনেকে।
তবে প্রেসিডেন্ট শি’র এই বক্তব্য যে ভারতকেই লক্ষ্য করে করা হয়েছে, তা নয় বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। ওদিকে তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজের অবস্থানের কারণেও যে এটা হতে পারে তা উড়িয়ে দেয়া যায় না।

দক্ষিণ চীন সাগরে চীন তাদের সার্বভৌমত্ব দাবি করে থাকে। একই অঞ্চলে একই রকম দাবি করে থাকে মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন ও তাইওয়ানও।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর