আদালতের দ্বারস্থ রজনীকান্ত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৬২৪ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

আদালতের দ্বারস্থ হলেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত।

জানা গেছে, চেন্নাইয়ের কোদামবাক্কামে একটি ম্যারিজ হল রয়েছে এই অভিনেতার। সম্প্রতি রাঘবেন্দ্র নামের এই ম্যারিজ হলের জন্য গত ছয় মাসের সাড়ে ছয় লাখ রুপি কর দাবি করেছে গ্রেটার চেন্নাই করপোরেশন (জিসিসি)।

কিন্তু এই কর মওকুফ চান রজানীকান্ত। তার আইনজীবী বিজয়ন সুব্রামানিয়ামের মাধ্যমে মাদ্রাজ উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করেছেন তিনি।
এতে তিনি উল্লেখ করেছেন, গত ২৪ মার্চ থেকে করোনা মহামারীর কারণে এই ম্যারিজ হল খালি ছিল। তাই কোনও আয় হয়নি।

‘দরবার’ সিনেমাখ্যাত এই অভিনেতা পিটিশনে আরও উল্লেখ করেছেন, লকডাউনে সরকারের সকল নিয়ম তিনি মেনে চলেছেন। এছাড়া রাঘবেন্দ্র ম্যারিজ হলের কর নিয়মিত পরিশোধ করেন। কিন্তু লকডাউনের কারণে অগ্রিম বুকিংয়ের অর্থও তাকে ফেরত দিতে হয়েছে। ফলে তার পক্ষে এই কর দেওয়া সম্ভব নয়।

এর আগে রজনীকান্তকে গত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্ধ-বার্ষিক করের নোটিশ পাঠায় জিসিসি।

রজনীকান্ত তার ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু করবেন। এর আগে শোনা গিয়েছিল অক্টোবরে শুটিং শুরু করবেন তিনি। তবে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নভেম্বরে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেতা। সূত্র: দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর