মিশন ইম্পসিবল্‌ সিরিজের আগামী ছবিতে ভারতে তৈরি বিএমডব্লু বাইকে টম ক্রুজ

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৬২০ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

মিশন ইম্পসিবল্‌ বা এমআই ফ্র‌্যাঞ্চাইজির সাত নম্বর ছবিতে এবার ভারতে তৈরি বিএমডব্লু জি ৩১০ জিএস বাইক চালাতে দেখা যাবে ছবির নায়ক টম ক্রুজকে। জি ৩১০ জিএস মোটরবাইক তৈরি হয়েছে বিএমডব্লু মোটোর‌্যাড ইন্ডিয়াতে। যেখান থেকে ইতালি সহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে এই বাইক রপ্তানি করা হয়। ইতালির পুলিশও বিএমডব্লু জি ৩১০ জিএস বাইকই চালায়। নীল রঙের এই বাইকেই এমআই–৭ ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করবেন টম। সম্প্রতি দেশে বিএস৬ বিএমডব্লু জি ৩১০ জিএস এবং জি ৩১০ আর মোটরবাইকের উদ্বোধন করেছে বিএমডব্লু ইন্ডিয়া। এদেশে জি ৩১০ জিএস বাইকের দাম প্রায় ২.‌৮৫ লক্ষ টাকা। অত্যাধুনিক প্রযুক্তি এবং মেশিন সম্পন্ন এই বাইকে আছে বিএস৬–কমপ্লেইন্ট ৩১২.‌২ সিসি, সিঙ্গল–সিলিন্ডার, ফুয়েল–ইঞ্জেক্টেড, লিকুইড–কুল্‌ঞ ইঞ্জিন। আছে ৬–স্পিড গিয়ার বক্স, স্লিপার ক্লাচ এবং স্ট্যান্ডার্ড ফিটমেন্ট। ভারতে তৈরি হওয়া বিএমডব্লু বাইকে হলিউডের অন্যতম অভিনেতার আসীন ছবি প্রকাশিত হতেই তা ভাইরাল হয়েছে। দেশবাসীর সঙ্গেই ওই ছবি দেখে আপ্লুত প্রবাসী ভারতীয়রাও।‌

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর