চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক ব্যক্তির কাছ থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর শরীরে তল্লাশি করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় যাত্রীর শরীর থেকে ৮২ টি স্বর্ণবারের সন্ধ্যান পাওয়া যায়।
ওই যাত্রীর নাম মোহাম্মদ এনামুল হক (পাসপোর্ট নং: বিপি ০৭৮৬৭৮১)। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তার শরীরে তল্লাশি করে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড হতে ৮২টি স্বর্ণবার (২৪ ক্যারেট, ০৯.৫৯ কেজি) পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গেছে।