চার কোটি টাকা প্রতারণার শিকার হরভজন!

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৭ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

চার কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এ ঘটনায় চেন্নাইয়ের এক ব্যবসায়ীর নামে অভিযোগ দায়ের করেছেন তিনি। খবর জিনিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছেন হরভজন। ব্যক্তিগত কারণেই এবার তিনি চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলবেন না বলে জানা গেছে। এর মধ্যে প্রতারিত হলেন তিনি।

জি মহেশ নামের এক ব্যবসায়ীর সঙ্গে বন্ধু মারফত আলাপ হয়েছিল তার। এর পর ২০১৫ সালে সেই ব্যবসায়ীকে চার কোটি টাকা ধার দিয়েছিলেন ভারতের এই সাবেক স্পিনার।

গত পাঁচ বছর ধরে হরভজন একাধিকবার তাগাদা দিলেও সেই ব্যবসায়ী এক টাকাও পরিশোধ করেননি। এর পর গত মাসে ২৫ লাখ টাকার চেক হরভজনকে দেন সেই ব্যবসায়ী। কিন্তু সেই চেক বাউন্স করে। তার পরই জি মহেশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন তিনি।

এরই মধ্যে নীলঙ্কারাই-এর অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের কাছে পিটিশনের কপি পৌঁছেছে। জি মহেশের নাম শমন জারি হয়েছে বলেও জানা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর