করোনায় একদিনে আরও ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ৪০১৪

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৫৯ প্রিয় পাঠক,সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন এবং মধুমতির সাথেই থাকুন

দেশে একদিনে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মারা গেল ১ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৫৩ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় ৬৫টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৪১৩টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৮৩৭টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৩৪টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ১৪ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৪১ হাজার ৮০১ জন। শনাক্তের হার ১৮ দশমিক ৯৬ শতাংশ।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫৭ হাজার ৭৮০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৪৫ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৭৮৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৬ জন এবং নারী ৯ জন।’

Please Share This Post in Your Social Media

মধুমতি টেলিভিশনের অন্যান্য খবর